শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত যুবকের মৃত্যু
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা্র দিকে ওই যুবক মারা যান। তিনি কিডনী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আর.এম.ও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
জানা যায়, মৃত যুবকের নাম আব্দুল হান্নান (৩২)। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
মৃত যুবক আব্দুল হান্নান সাথে থাকা তার ভাতিজা আব্দুর রাজ্জাকও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
গত ১১ মে তাকে সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিস করানোর সময় তার করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ১৬ মে তিনি ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। ১০ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
এদিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানিয়েছেন, উপজেলার বাসিন্দা ভাইরাসে আক্রান্ত যুবকের লাশ নিয়মানুযায়ী দাফন করা হবে।
Related News
আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের জনসভা সফলের লক্ষে জেলা মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা
২২ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের জনসভা সফলের লক্ষে জেলা মৎস্যজীবী দলেরRead More
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ভ্যান গাড়ি উপহার
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় ৩য় দফায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যেRead More

