পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায়, গরীব, দুস্থ ও রোগীদের মধ্যে ৫ লক্ষ ২০ হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় সার্কিট হাউজে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসহায় লোকদের মধ্যে চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান হেলেন আহমদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোবেল, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত সহকারী আবুল হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সিলেটের সাংবাদিকবৃন্দ।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More