দেশে ২৪ ঘন্টায় ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত, ১৪ জনের মৃত্যু

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৮৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৫৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে।
আজ রোব্ববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি এসময় আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত থেকে আরও সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ৬৫০ জন।
উল্লেখ্য, বিশ্বে এ পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ৪১ লাখ ৭৯৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে প্রাণহানি ঘটেছে ২ লাখ ৮০ হাজার ৪৩২ জনের। এত আক্রান্ত ও মৃত্যুর মধ্যেও আশা দেখাচ্ছে যে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষ এ প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে সুস্থও হয়ে উঠেছেন।
Related News

চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে চলমানRead More

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More