সিলেটে ৮৯টি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) করোনাভাইরাস সনাক্তের ৭ম দিনের পরীক্ষা হয় কাল সোমবার। সপ্তম দিনে নমুনা পরীক্ষা করা হয় ৮৯টি। এসব নমুনার প্রত্যেকটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তারা করোনায় আক্রান্ত নন।
বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, সোমবার সিলেট বিভাগের ৪টি জেলা থেকে আসা ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবক’টির ফলাফল নেগেটিভ এসেছে বলে ধারণা করা যাচ্ছে। কেননা, ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে রিপোর্ট আইডিসিআরকে পাঠিয়ে দেন। এদের মধ্যে কারো পজেটিভ আসলে সকালের মধ্যেই আমাদের জানিয়ে দেয়া হয়। যেহেতু আজ কারো পজেটিভ খবর আসেনি। তাই সকলেরই নেগেটিভ ধরে নেয়া যায়।
এর আগে গত রবিবার ও শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত ল্যাবে চলছে পরীক্ষার কাজ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More