সরকারি ত্রাণ বিতরণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি বিএনপির
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের এ দুঃসময়ে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণের জন্য অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বললেও শত শত বস্তা রিলিফের খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায় বাসায়। যে কোনও ধরনের জাতীয় দুর্যোগ হলেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের হয়ে যায় পোয়াবারো। অবিলম্বে দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার জন্য দাবি জানচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে এখন তীব্র মাত্রা লাভ করেছে। ঢাকাসহ সারা দেশের ২০ জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের থাবা লক্ষ্য করা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশের ১০টি জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১৫ জন। এমন হিসাব প্রায় প্রতিদিনের। জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করেনি।
তিনি বলেন, সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন দেশ ভেসে গেছে। তাহলে স্বাস্থ্যেখাতের এত বেহাল দশা কেন?’
রিজভী বলেন, ‘হাসপাতালে নেই কোনও আধুনিক সরঞ্জামাদি। পরীক্ষা করতে নেই সামগ্রী, রোগ ডায়াগনোসিসের কোনও ব্যবস্থা নেই, তেমন কোনও আইসিইউ নেই, ভেন্টিলেটরের ভয়াবহ অভাব, হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। লাশ পড়ে থাকছে পথে-ঘাটে। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ।’
তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতে মানুষের বর্তমানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। যখন থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে সরকার তখন কোনও পদক্ষেপ নেয়নি বলেই মেডিকেল সেক্টরে করোনাভাইরাস প্রতিরোধের কোনও ব্যবস্থা নিতে পারছে না। এরইমধ্যে দেশজুড়ে ভয়াবহ খাদ্য সংকট শুরু হয়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ দরিদ্র মানুষরা সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে নিপতিত হয়েছে।’
রিজভী বলেন, ‘আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের জন্য এ রাতটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষ রহমত ও ক্ষমা দান করেন। শবে বরাতের রাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানরা নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করেন। তবে এবার বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে শবে বরাতের রাতে মসজিদ, কবরস্থান ও মাজারে যেখানে বেশি জনসমাগম হয় সেখানে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’
তিনি বলেন, ‘আমরা মুসলিম ভাইদের অনুরোধ করবো, তারা যেন মসজিদের জামাতে নামাজ না পড়ে বাড়িতে নামাজ আদায় করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানায় আন্তরিক মোবারকবাদ। পরম করুণাময় আল্লাহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কবল থেকে সবাইকে রক্ষা করুন।’
রিজভী আরও বলেন, ‘দুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ফেসবুক অ্যাকাউন্ট নেই’ মর্মে দলের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছিল। আমরা আবারও বলছি, তারেক রহমানের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই। এরই সঙ্গে আমার আরও জানচ্ছি যে, tariquerahman.bnp.uk@gmail.com এই ইমেইল এড্রেস থেকে প্রতারণামূলক মেইল পাঠানো হয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে জনাব তারেক রহমানের কোনও সম্পৃক্ততা নেই। এই নামে তার কোনও ইমেইল এড্রেস নেই। কোনও প্রতারক চক্র ভুয়া ইমেইল অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে। দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
Related News
আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি : ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূস
সরকারের সাথে একসাথে কাজ করতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাRead More
সাবেক আইজিপি মামুন কারাগারে, বিরুদ্ধে আরও ৪ মামলা
মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)- সুনামগঞ্জের চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেRead More