Main Menu

Sunday, April 5th, 2020

 

সিলেটে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত

সিলেটে প্রথম বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সুরমার ডাককে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। আজ রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। তবে তাঁর বয়স হলো ৫০ বছর। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি তিনি একজন চিকিৎসক। তিনি জানান, বর্তমানে রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করা হয়েছে। জানা যায়, রোগী বয়স্ক ও তিনি সিলেট মহানগর এলাকার বাসিন্দা। হাসপাতাল সুত্রে জানা গেছে, সিলেটে প্রথম বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি হলেন একজন চিকিৎসক। তাঁর পরিচয় গোপন রাখা হবে। বাসার ঠিকানাRead More


করোনা থেকে সম্পূর্ণ সুস্থ বিশ্বের আড়াই লক্ষাধিক মানুষ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াই লক্ষাধিক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। করোনাভাইরাস নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। খবরে বলা হয়, আরোগ্যদের সংখ্যায় চীনা নাগরিকরা সবচেয়ে বেশি। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দেশটির ৭৭ হাজারেরও বেশি মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। চীনের পর আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ইউরোপের এ দেশটির ৩৮ হাজারেরও বেশি মানুষ করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জার্মানির ২৬ হাজার, ইতালির ২০ হাজার, ইরানের পৌনে ২০ হাজার, ফ্রান্সেরRead More


১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রোববার দুপুরে সরকারি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সাধারণ ছুটি ছিল ৯ এপ্রিল পর্যন্ত ছিল। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার থাকায় ওই দুদিনও ছুটির আওতায় ছিল দেশ। গত দুদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর দাবি উঠেছিল বিভিন্ন ফোরামে। সরকার অবশেষে সেই পথেই হাটল। এ বিষয়ে সচিব বলেন, আগে ১১ তারিখ পর্যন্ত ছুটি ছিল। নতুন করে ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণাRead More


ফতেহপুরে মৎস্যজীবী দল নেতা মালেক মেম্বারের ত্রাণ বিতরণ

দিন মজুর অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার। আজ ৫ এপ্রিল রোব্ববার বেলা ২টায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে চাল-ডাল বিতরণ করেন। উল্লেখ্য করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে দিন মজুর মানুষের আয় রোজগারে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। মানবিক কারনে উক্ত দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেক বিত্তবানরা ও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। এধারা অব্যাহত থাকলে মানুষের কষ্ট কমে যাবে।