ধুপাগুল গোধূলী সমাজকল্যাণ সংস্থার ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নজরুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ধুপাগুলস্থ গোধূলী সমাজকল্যাণ সংস্থার ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারী শুক্রবার রাতে নজরুল এন্টারপ্রাইজ ও মামু ভাগ্না একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধুপাগুল নজরুল এন্টারপ্রাইজ।
উভয় টিমের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
ধুপাগুলস্থ গোধূলী সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সহ সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও গৌধূলী সমাজকল্যাণ সংস্থার সাবেক সাধারন সম্পাদক মুক্তার হুসেন এবং সদস্য দুলাল হুসেন দুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া, মোঃ নাজিম উদ্দিন মেম্বার, ধুপাগুল পাথর ব্যবসায়ী সমতির সভাপতি হাজী নাসির উদ্দিন, বিশিষ্ট মুরব্বী হাজী মশ্রব আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম, সমাজসেবী সালেহ আহমদ শাহনাজ, শাহনুর আহমদ, লাল মিয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া মোদী মোঃ মনির মিয়া, জয়নাল আবেদিন, আব্দুল কাইয়ুম, মামুন মিয়া, মঞ্জুর মিয়া, আল আমিন, আক্তার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম ফাহিম, মোঃ ইরন শাহ, গৌধূলি সমাজ কল্যান সংস্থার কোষাধ্যক্ষ রাজীব হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক সুলতান মিয়া, ক্রীড়া সম্পাদক শুয়েব আহমদ, সহ সাধারন সম্পাদক রাজন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক লোকমান হুসেন, নির্বাহী সদস্য ঈসমাঈল মিয়া, সদস্য তারেক হুসেন মিটু, ফরিদ উদ্দিন, আশফাক মিয়া, খেলা পরিচালনা কমিটির সদস্য জাবের হুসেন, নাজমুল ইসলাম নাঈম, মনজিল আহমদ, শিমুল আহমদ, রুবেল আহমদ, রিয়াজ আহমদ, আব্দুল হক, খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন গৌধূলী সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক কবির হুসেন, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন ফুটবলার আনিস আহমদ ও সঞ্চর আহমদ।
Related News
আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাঠের উত্তরে মহসিন গ্যাং খেলোয়াড়। বিপরীত পাশে হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির খেলোয়াড়বৃন্দ। প্রত্যেকের পরনে শোভাRead More
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
গত আসরে যেখানে শেষ করেছিল সিলেট, এবার যেন সেখাম থেকেই শুরু। একদম প্রথম ম্যাচ থেকেইRead More