সিলেটে বিশ্ব বেতার দিবস পালিত
বিশ্ব বেতার দিবস উপলক্ষে সারা বিশ্বের ন্যায় অত্যন্ত জাকঝমকপূর্ণভাবে সিলেটেও বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। বেতার ও বৈচিত্র্য প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। ১৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় মিরের ময়দানস্থ বেতার ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী পূর্ব সমাবেশে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক পবিত্র কুমার দাশের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।
বৈচিত্র্যময় নানারকম অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বেতারের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতি জোর দেন বক্তারা। এছাড়াও বক্তাগণ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা কেন্দ্রের অনস্বীকার্য ভূমিকার কথা স্বরণ করেন। তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ প্রথম বেতার কেন্দ্র হিসেবে সিলেট কেন্দ্র সম্প্রচার করে। তৎকালীন সময়ে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বাংলাদেশ বেতারের গীতিকার সামসুল আলম সেলিম, আজহার উদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক, মোঃ হাবিবুর রহমান, উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক (অনুষ্ঠান) প্রদীপ চন্দ্র দাস, সহকারী বেতার প্রকৌশলী উত্তম চন্দ্র গোপ, মোঃ সালাউদ্দিন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, মালতী পাল, অনিমেষ বিজয় চৌধুরী, ইকবাল শাই, খোকন ফকির, রেডিও পল্লী কন্ঠের ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, র্যাংক সিলেটের সভাপতি শিমুল আকতার, নাট্য ব্যক্তিত্ব আশুতোষ ভৌমিক বিমল, সাখাওয়াত আলী শাহী, কাজী আয়শা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের কলাকুশলী ও কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী, অনিয়মিত কর্মরত শিল্পীবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র্যাফেল ড্র।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More