করোনা ভাইরাস ঠেকাতে সব দেশের যাত্রীদের পরীক্ষার সিদ্ধান্ত
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হবে। এতদিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হতো।
শনিবার এক সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ কথা কথা জানায়।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীন ছাড়াও আরো কয়েকটি দেশে একজনের দেহ থেকে আরেকজনের দেহে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ কারণে বিমানবন্দরে আসা সব যাত্রীকেই স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে। আমরা অতিরিক্ত সতর্কতা হিসেবে এটা চালু করেছি। এটা সব দেশের ফ্লাইটের ক্ষেত্রেই শুরু হয়েছে। তবে এতে ভীত হওয়ার কিছু নেই।
আইইডিসিআরের পরিচালক বলেন, যে বন্দরে থার্মাল স্ক্যানার নেই, সেখানে আমরা হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়েছি।
বিমানবন্দরে যাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে নেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের একটি কার্ড পূরণ করতে হচ্ছে।
Related News

আ’লীগকে নিষিদ্ধে জুলাই আহতদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানেRead More

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব: একই মালিকের একাধিক মিডিয়া হাউস থাকতে পারবে না
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করাRead More