উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২য় আসরের উদ্বোধন
উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২য় আসরের উদ্বোধন করা হয়েছে।
৭ই ফেব্রুয়ারী দুপুর ২ ঘটিকার উমাইরগাঁও দারুল মোস্তাফা মাদ্রাসা সংলগ্ন মাঠে উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাবের সভাপতি মোস্তাফা কামালের সভাপতিত্বে ও উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাবের সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় ক্রিকেট খেলার উদ্বোধন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফা দিলোয়ার আল আজহার।
উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি নুর মিয়া,সাবেক সেনা কর্মকর্তা গোলাম কিবরিয়া,মানিকুর রহমান,আজির উদ্দন, যুবনেতা আরশ –
আলী,ওয়ারিছ,আলী রাব্বানী,আব্দুল আজিজ,দিবস,মুক্তিসেনা ক্লাবের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক,জামিল আহমদ,কোষাধ্যক্ষ,নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক,পবিন্দ্র দেব নাথ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিব আহমদ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,মাহজুজ মুরাদ, প্রচার সম্পাদক,রাসেল আহমদ,সদস্য ঠান্ডা মিয়া, মিজানুর রহমান,উজ্জল,রকিব,মাজহারুল,জাবেদ,নিজাম,ইসলাম,আলী আহমদ,মোশাহিদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় সানফ্লাওয়ার আম্বরখানা কে ১৪ রানে হারিয়ে জয়লাভ করে জুবেল একাদশ উমাইরগাঁও, ম্যাচসেরা হাসান,জুবেল একাদশ।
Related News

সাকিবকে না পেয়ে ক্ষোভ ঝাড়লেন পাপন
করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য আগামী ১৫ মে থেকে শুরুRead More

৮৫ ক্রীড়া ব্যক্তিত্বকে কাল জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে (ভার্চুয়াল) আগামীকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৮৫ জন গুনী ক্রীড়া ব্যক্তিত্বকেRead More