সিকৃবিতে তিন দিনব্যাপী জিআইএস কর্মশালা সম্পন্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রিমোট সেন্সিং ও জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিকৃবি কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তারুন ইসলামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ কর্মশালা। এতে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থীকে ৩ জন প্রশিক্ষক পৃথক সেশনে প্রশিক্ষণ দেন। শেষ দিন সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় এই কর্মসূচি।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা পারভিন রিতু, অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকার, অধ্যাপক ড. আলতাফ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, আয়োজক ও সহকারী অধ্যাপক ড. মুক্তারুন ইসলাম, প্রশিক্ষক ও সহকারী অধ্যাপক ড. আহমেদ হারুন আল রশিদ, সৈকত দাস সহ অন্যান্য প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সমতা আনতে এমন প্রযুক্তিগত জ্ঞান আমাদের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। জিআইএস ও ইএনভিআই এর মতো সফটওয়্যারগুলির মাধ্যমে ইমেজ প্রসেসিং ও ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা যাবে। যা আমাদের দেশের নীতি নির্ধারণ ও অন্যান্য আধুনিক পরিকল্পনা বাস্তবায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে।
Related News

সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ কর্নার উদ্বোধন “পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক, সিকৃবি ভিসি
“পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্যRead More

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More