আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

সিলেট নগরীর আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী সকাল ১০ টায় কলেজ মাঠে অধ্যক্ষ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক মো: জমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্ভনিং বডির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সিল টিভির প্রধান নির্বাহী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, গর্ভনিং বডির সদস্য ফজলুর রহমান, কফিল উদ্দিন বাবলু, নাজমিন খান।
বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, অধ্যাপক এমএ জামান, অধ্যাপক শামসুন্নাহার, অধ্যাপক তামান্না রহমান, সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম প্রমুখ। এদিকে, বিদ্যালয় ও কলেজে মুক্তিযোদ্ধা কর্ণার ও সিসি টিভির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে বই উৎসব ও ইংরেজী নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More