নিখোঁজের ২দিন পর গোয়াইনঘাটের নৌকার মাঝির লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার সংলগ্ন চেঙ্গেরখাল নদীতে যাত্রীবাহী নৌকার সঙ্গে বাল্কহেড (বলগেট) এর
সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর রুমেল নামের যুবকের (নৌকার মাঝি) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে নন্দীরগাঁও ইউনিয়নের রানিগঞ্জ গ্রামের চেঙ্গেরখাল নদীর টলাবিল হাওর থেক তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুমেল আহমদ উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গেরখাল নদীতে টলার হাওরে রুমেলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খাঁন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মৃতদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।
উল্যেখ্য, গত বুধবার (৭ জুলাই) দুপুরে চেঙ্গের খাল সেতু সংলগ্ন এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হয় রুমেল।
বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ রুমেলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
Related News
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
হাজারো দর্শক—শ্রোতাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাRead More
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় গরীব ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ওRead More

