বাংলাদেশ-ভারত: একাদশে এক পরিবর্তন

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। কাতারের অনুষ্ঠিতব্য ম্যাচে সুনীল ছেত্রীদের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে জামাল ভূঁইয়া বাহিনী। বাংলাদেশ একাদশে সোহেল রানার পরিবর্তে ফিরেছেন মানিক মোল্লা।
আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। ওই ম্যাচেই চোট পেয়ে ইনজুরিতে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার সোহেল রানা। তারই পরিবর্তে ভারতের বিপক্ষে একাদশে মানিক মোল্লাকে জায়গা দিয়েছেন কোচ জেমি ডে।
উল্লেখ্য, বিশ্বকাপ খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছে জেমি ডের শিষ্যদের। তবে এখনো এশিয়ান কাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর সে লক্ষ্যেই চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। তবে পরিসংখ্যানটা পক্ষে কথা বলছে না।
পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত উভয় দলই খেলেছে সমান ম্যাচ। ৬ ম্যাচে দুই ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে জেমি ডের শিষ্যরা। এদিকে চারে অবস্থান করা ভারতের সংগ্রহ ৩ পয়েন্ট।
ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, তারিক কাজী, মানিক মোল্লা, জামাল ভূইয়া, মাসুক মিয়া জনি, রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া।
Related News

বাবর-রিজওয়ান ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
পাঁচ তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। গুঞ্জন সত্য করে দলে নেই বাবর আজম, মোহাম্মদRead More

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স শেষে কোচের সনদপত্র অর্জন করলেন মো. আরিফ উদ্দিন ওলি
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ লেবেল-০১ সফলভাবে সম্পন্ন করেছেন মার্শালটেরRead More