ব্যাংক লেনদেনে নতুন নিয়ম

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউন আরো ১০ দিন বাড়িয়েছে সরকার। ফলে ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে সার্কুলারে।
এতে বলা হয়েছে, করোনার বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে আগামী ১৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় দৈনিক ব্যাংকিং লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এ ছাড়া প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার। সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।
Related News

সিলেটে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের অগ্রণীRead More

সিলেটে ঢাকা ব্যাংক পিএলসির ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে ‘ঢাকা ব্যাংক পিএলসি’র গৌরবের ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত হয়েছে।সোমবার সারা দিনব্যাপীRead More