খাদিমপাড়া ১০ কিলোমিটার রানের কীট সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন

খাদিমপাড়া রানার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত খাদিমপাড়া ১০ কিলোমিটার রানের কীট সামগ্রী বিতরণ কার্যক্রম করোনাভাইরাসের কারনে প্রোগ্রামটি স্থগিত করে ভার্চুয়ালের মাধ্যমে রানটি সম্পন্ন করা হয়। শুক্রবার বিকেল এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কীট সংগ্রহ করেন।
অনুষ্ঠানটিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করলেও করোনা ভাইরাসের কারনে অনুষ্ঠানটিতে অংশগ্রহন করতে পারেননি।
কীট বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন খাদিমপাড়া রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, মোঃ সুহেল আহমেদ, মোঃ সাব্বির আহমেদ, আবু জাহিদ ভুয়িয়ান, মোঃ রুবেল আহমদ, মোঃ তানভির হোসেন, রাবিবুল ইসলাম স্বপন, শহিদুল ইসলাম, রনক, করিম, রতন, মুর্শেদ, অথৈ সহ সহ খাদিমপাড়া রানার্স কমিউনিটির সদস্যরা।
উল্লেখ্য, ৬শত দৌড়বিদ ভার্চুয়ালে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
Related News

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স শেষে কোচের সনদপত্র অর্জন করলেন মো. আরিফ উদ্দিন ওলি
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ লেবেল-০১ সফলভাবে সম্পন্ন করেছেন মার্শালটেরRead More

টাইগারদের বোলিং দাপটে ২৪৪ রানেই শেষ শ্রীলঙ্কা
শুরুর ধাক্কা সামলে মধ্যমানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৪৯.২ ওভারে স্বাগতিকেরা অলআউট হয়Read More