অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট জেলা পুলিশের সংবর্ধনা

সিলেট অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নগরীর বন্দরবাজারস্থ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্বাচিত কার্যকরি পরিষদের সকল সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জেলা পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতীর দর্পন। ডিজিটাল বাংলাদেশে অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা নিসন্দেহে প্রশংসার দাবীদার।
পুলিশ সুপার আরো বলেন,অনুসন্ধিৎসু সাংবাদিকতার মধ্যে দিয়ে সকল ঘটনা সৃজনশীলতার সহিত তুলে আনতে হবে।
তিনি বলেন অনলাইন প্রেসক্লাবসহ সিলেটের সকল গণমাধ্যমকর্মীদের সাথে জেলা পুলিশের আন্তরিক সম্পর্ক রয়েছে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলের পুলিশ বাহিনীতে এখন ফরিদ উদ্দিনের মতো চৌকস অফিসাররা এ বাহিনীর মর্যাদা আরো উপরে নিয়ে যাচ্ছেন এবং যাবেন এমন আশা আমরা করতেই পারি।
সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান , অতিরিক্ত পুলিশ সুপার( সদর ও মিডিয়া) মোঃ লুৎফুর রহমান, ওসি-ডিবি (উত্তর) মোঃ সাইফুল ইসলাম।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ গোলজার আহমদ,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু,কার্যকরি পরিষদ সদস্য আশীষ দে।
আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে.এ. রহিম, কার্যকরি পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম ও মাহমুদ হোসেন খান।
Related News

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধিজনদের মিলনমেলা
সিলেট অনলাইন প্রেসক্লাব একযুগে পদার্পণ উপলক্ষে গৃহিত বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে আনন্দ উৎসব সম্পন্ন হয়েছে।Read More

সিলেটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলো সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। আগামীতেও নীতিতে অটল থেকে প্রথম আলোর যাত্রাRead More