Main Menu

যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টাইন ফের সাত দিন

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় চার দিন বাড়িয়ে ফের সাত দিন করা হয়েছে।

শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যফেরত যাত্রীদের সাতদিন বাধ্যতামূলক সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে হোটেলে থাকার ব্যয়বারও বহন করতে হবে যাত্রীকে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো যাত্রী যদি হোটেলের ব্যয়বার বহন করার সামর্থ না থাকে তাদের জন্য সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।

নোটিশে আরও বলা হয়, হোটেল ও সরকার নির্ধারিত কোয়ারেন্টিন সেন্টারে সাতদিন থাকা অবস্থায় কারো কোভিড টেস্ট করার পর রিপোর্ট নেগেটিভ এলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হব। আর যার টেস্ট রিপোর্ট পজেটিভ আসবে তাকে পাঠানো হবে সরকার নির্ধারিত হাসপাতাল বা আইসোলেশন সেন্টারে। এই ক্ষেত্রেও রোগীকেই সম্পূর্ণ ব্যয়বার বহন করতে হবে।

এই প্রক্রিয়া কার্যকর হবে আগামী ২৫ জানুয়ারি থেকে। পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত এই নির্দেশনাই বলবৎ থাকবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *