বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করলো সিলেট এমএজি ওসমানী হাসপাতাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টায় হাসপাতালে স্থাপিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্নের মাধ্যমে দিনটি পালন করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের নেতৃত্বে হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সিং এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, মিডলেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সদস্য ডা. প্রশান্ত সরকার, মিডলেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারী কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি ইসরাইল আলী সাদেক, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি ও বাংলাদেশ সরকারী কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল জব্বার প্রমুখ।
Related News

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মিরRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More