Main Menu

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সদর বিএনপির মানববন্ধন

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হিসেবে সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরতলি টুকেরবাজারে ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলা বিএনপির আহবায়ক এ.কে.এম তারেক কালাম এর
সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদল নেতা আব্দুস সালামের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি। এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। দিনদিন চাল, ডাল, তেল, শাকসবজি দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে অবৈধ সরকার সম্পূর্ণ ব্যর্থ।
বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাবিশ্বাস উঠেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অসহনীয় পর্যায়ে পৌছেছে। সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত। ভোটবিহীন সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। নতুবা সিলেট সদর উপজেলা বিএনপির নেতৃত্বে অতীতের ন্যায় দূর্বার আন্দোলন গড়ে তুলে পদত্যাগে বাধ্য করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,
সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির নেতা আল মামুন খান, সিরাজুল ইসলাম, খাদিম নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন, সদর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদরুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম, হাবীবুর রহমান, বাদশাহ আহমদ, জাহেদ আহমদ, সিলেট জেলা মৎস্য জীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার , টুকেরবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক এনাম হোসেন মেম্বার , সদর বিএনপি নেতা আকবর আলী, মাসুক মিয়া, সদর উপজেলা যুবদল নেতা আবুল হাসনাত, আইনুল হক মেম্বার , এনাম হুসেন শিপন, মুহিবুর রহমান মহির, বাবুল হোসেন, নুরুল আলম, মইন উদ্দিন, সাইদুল ইসলাম, কছির উদ্দিন, জাকির হোসেন, জয়নুদ্দিন, সামস উদ্দিন, প্রমূখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *