রায়হানের শিশু কন্যাকে শীতের উপহার তুলে দিলেন এসএমপি কমিশনার

সিলেটের সকাল রিপোর্ট:সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের ৪ মাস বয়সী কন্যা আলফাকে শীতের উপহার সামগ্রী প্রদান করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো: নিশারুল আরিফ। শনিবার দুপুরে রায়হানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে কমিশনার এ উপহার সামগ্রী তুলে দেন।
এসএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাতকালে এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাক্ষাতকালে রায়হান হত্যা মামলার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
গত ১০ অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় দিন রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
Related News

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুলRead More

সিলেটে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ন্যায় ইনসাফ ও মানবিক দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে, মাওলানা হাবিবুর রহমান
সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমিরRead More