গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ফুটবল ম্যাচ সম্পন্ন

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ৬ নভেম্বর) বিকেলে লিডিং ইউনিভার্সিটি কামালবাজার ক্যাম্পাস সংলগ্ন মাঠে, এসোসিয়েশনের আহবায়ক শামসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোকাব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল কাদির।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ, সদস্য মোঃ আজম আলী, মাসুক আহমদ, সাধারণ সদস্য আনোয়ার হোসেন, প্রবীণ ফুটবলার আলকাছ আলী কাগন প্রমূখ।
উল্লেখ, গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন দক্ষ খেলোয়াড় তৈরী ও খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবলে অত্র অঞ্চলে যারা অতিথে সুনামের সহিত খেলেছেন তাদের ধারাবাহিকতা রক্ষার্থে এবং তাদেরকে স্মরণীয় করে রাখতে এ এসোসিয়েশন নানা উদ্যোগ গ্রহণ করেছে।
Related News

খাদিমপাড়া ১০ কিলোমিটার রানের কীট সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন
খাদিমপাড়া রানার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত খাদিমপাড়া ১০ কিলোমিটার রানের কীট সামগ্রী বিতরণ কার্যক্রম করোনাভাইরাসের কারনেRead More

সিলেট মডেলিং মিডিয়া কাপ ২০২১ সিলেটে মঞ্চ মাতানো তারকাদের ক্রিকেট উৎসব শুরু
১৫ মার্চ জমকালো আয়োজনে প্লেয়ারস ড্রাফটের মাধ্যমে ‘সিলেট মডেলিং মিডিয়া কাপ ২০২১’ সিজন-৩ আনুষ্ঠানিক যাত্রাRead More