সিলেটে র্যাবের হাতে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার
সিলেটের জকিগঞ্জ গঙ্গারজল এলাকা থেকে ১৫শ ১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের গঙ্গারজল গ্রামের মায়ামিয়া চৌধুরীর ছেলে খলিলুর রহমান (৪১) ও একই গ্রামের মৃত আব্দুল জলিল মাখন মিয়ার ছেলে দেলোয়ার আহমদ (৩৬)।
এরআগে বুধবার (২৮ অক্টোবর) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত এসপি বসু দত্ত চাকমা এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
Related News
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গেদন মেম্বার গ্রেফতার
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড এর বর্তমানRead More
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More

