নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ১২

নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় রাসেল আহমেদ (৩৪) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ১২ জন। আজ শনিবার সকাল ১১টার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: পার্থ সংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পের পুলিশ ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃতদের নাম জানিয়েছেন। মৃত ১২ জন হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের হোসেন (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), ওই মসজিদের মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুবায়ের হাসেন (৭) ও রাসেল আহমেদ (৩৪)।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌণে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।
মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন ধরনে গাড়ি দিয়ে দগ্ধ ৩৮ জনকে আনা হয় ঢাকার জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
Related News

দেশে আজও ১০১ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শানাক্ত হয়েছে ৩৪৭৩ জন। এরRead More

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ধানমন্ডি-৩২ এ প্রধানমন্ত্রীরRead More