Main Menu

মুজিব বর্ষ উপলক্ষে দশ লক্ষ বৃক্ষ রোপণের কর্মসূচির উদ্বোধন

মুজিব বর্ষ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রালয়ের দেশব্যাপী এক মিলিয়ন তথা দশ লক্ষ বৃক্ষ রোপণের কর্মসূচির উদ্বোধন হোল আজ।

সিলেট বিভাগে হযরত শাহ্ জালাল (র:) এঁর রওজা জিয়ারতের পর সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বাছাই খালের তীরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ সচিব কবীর বিন আনোয়ার।

অনুস্ঠানে জেলা প্রশাসক কাজি এমদাদুল ইসলাম,চীফ ইন্জিনিয়ার শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, বীর মুক্তিযোদ্ধা বোরহানউদ্দিন ,ইউনিয়ন চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৬৪ জেলায় আগস্ট মাসব্যাপী বৃক্ষ রোপনের কাজ চলবে।

সুনামগন্জ :
শতবর্ষী ভবনে স্থাপিত সুনামগন্জ ঐতিহ্য জাদুঘরে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পনের মধ্য দিয়ে সুনামগন্জের বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ সচিব কবীর বিন আনোয়ার।

সুনামগন্জের তাহিরপুর উপজলার মাটিয়ান এবং টাংগুয়া হাওর অভ্যন্তরে জেগে থাকা বাঁধে হিজল,করচ,কদম আর বরুন বৃক্ষ রোপন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *