Main Menu

দেশে ২৪ ঘণ্টায় মৃত আরোও ৩৭, শনাক্ত ২৪৫৯

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ২ হাজার ৪৫৯জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে।
দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৩৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১০ হাজার ৬২৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১৪ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৮৯ শতাংশ।

নতুন করে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৮ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ২৮ শতাংশ।
এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫৪৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন। সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ।
সূত্র : ইউএনবি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *