সিলেটে বিভাগে একদিনে করোনায় সর্বোাচ্চ আক্রান্তের রেকর্ড

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে অপ্রতিরোধ্য গতিতে। একদিনে সিলেট বিভাগে পজিটিভ শনাক্ত হয়েছেন ১শ ৭৭ জন। যা এখন পর্যন্ত সর্বোাচ্চ আক্রান্ত।
শনিবার (১৩ জুন) ওসমানী মেডিকেল কলেজ, শাবি এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষার পর সিলেট বিভাগের ৪ জেলার ১শ ৭৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে বেশি রোগী সংখ্যা সুনামগঞ্জ জেলায়।
নতুন এই ১শ ৭৭ জনের মধ্যে সিলেট জেলার ৬৭ জন, সুনামগঞ্জে ৮৫, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ১৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সিলেট বিভাগে ২৩২০-এ।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে জানা গেছে, আজ রোববার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন মোট ২৩২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩৭২, সুনামগঞ্জে ৫১৮, হবিগঞ্জে ২৩৯ ও মৌলভীবাজার জেলায় ১৯১ জন।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন মোট ২০৫ জন। এর মধ্যে সিলেটে ৬১, সুনামগঞ্জে ১১৪, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ৬ জন।
Related News

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠানRead More