সিলেটে কোয়ারেন্টিন থেকে মুক্ত হলেন ১৩২ জন!
করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন সিলেটের ১৩২ জন। আজ সোমবার মুক্ত হয়েছেন ১২১ জন। আর ১০ মার্চের পূর্ব থেকে হোম কোয়ারেন্টিনে থাকা ১১ জন মিলিয়ে মোট ১৩২ জন মুক্তি পেয়েছেন। এরা সবাই প্রবাসী।
বিদেশ থেকে দেশে ফেরত আসলে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হয় প্রবাসীদের। এই সময়ে তারা নিজ ঘর থেকে বাহির হতে পারেন না এমন কঠোর নির্দেশনা রয়েছে সরকারের।
সোমবার ১৩২ জন প্রবাসী সিলেটী ১৪ দিন নিজ ঘরে থেকে বের হলেন। তাদের শরীরে এই ভাইরাসের কোন লক্ষণ না থাকায় তারা এখন পুরোপুরি মুক্ত। বাহির তাদের চলাচলে এখন আর কোন বাধা নেই।
Related News
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সিলেটে ধান চাষের উপকরণ বিতরণ
নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগারRead More
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ সিলেট পাইওনিয়ারের অংশগ্রহন
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নেতৃবৃন্দের অংশগ্রহন করেছেন। শনিবারRead More

