Main Menu

সিলেটে হোম কোয়ারেন্টিনে ১ হাজারেরও বেশি

সিলেটে হোম কোয়ারেন্টিনের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত এই বিভাগের ৪ জেলায় হোম কোয়রেন্টিনে আছেন ১ হাজার ২১৫ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টিন করা হয়েছে ৩৩২ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন। কোয়ারেন্টিনে থাকা সকলেই প্রবাসী ও তাদের স্বজন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে শুক্রবার দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। এই তিন রোগীর মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন।

বিপুল সংখ্যক লোক হোম কোয়ারেন্টিনে রাখা হলেও এই ব্যবস্থা কতোটা কার্যকর এই নিয়ে প্রশ্ন ওঠেছে। হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হচ্ছে তারা হোম কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ ওঠছে। তবে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলছেন, হোম কোয়ারেন্টিনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে। কেউ কোয়ারেন্টিনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *