বাংলাদেশে করোনা স্ক্রিনিং পর্যাপ্ত নয়: চীনা রাষ্ট্রদূত

প্রতিবেশী বেশির ভাগ দেশে করোনা সংক্রমণের ফলে বাংলাদেশ এখন ঝুঁকিতে। তাই চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাস স্ক্রিনিং পরীক্ষা পর্যাপ্ত নয়। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের যেসব ব্যবস্থা তা বাংলাদেশের জন্য সন্তোষজনক নয়। কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি বলেন, চীনের বাইরে নতুন নতুন করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। আর বাংলাদেশ তার বিমানবন্দরে শুধু চীন থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করছে। এ সময় তিনি বাংলাদেশের করোনা ভাইরাস সনাক্তকরণ প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক বলে এর সমালোচনা করেন।
বাংলাদেশে যারাই প্রবেশ করছেন তাদের প্রত্যেককে স্ক্রিনিংয়ের জন্য তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এই সময়ে বড় সমাবেশ না করার বিষয়েও নিজের পরামর্শ তুলে ধরেন চীনা দূত।
Related News

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্নRead More

বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ ওRead More