নলকট জাগরণ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৮ম ইসলামী মহাসম্মেলন কাল বুধবার

সিলেট শহরতলির নলকট জাগরণ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৮ম ইসলামী মহাসম্মেলন ১ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় নলকট উত্তরের মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী, ছাহেবজাদায়ে ফুলতলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা মুফতি হাফিজ নেছার উদ্দিন, ফেনী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, কমলাপুর পুরাতন বাজার জামে মসজিদ ঢাকার ইমাম ও খতিব মাওলানা হাছানুর রহমান হোছাইন নক্সেবন্দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল শহীদ বিপ্লবী, জালালপুর। এছাড়া আরো স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি মনির উদ্দিন ও সাধারণ সম্পাদক জালাল আহমদ।
Related News

সিলেট আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান বলেছেন, তারুণ্য নির্ভর আগামীরRead More

ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিকRead More