সিলেট শহরতলীর চাতলে আসছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

সিলেট সদর উপজেলার ‘প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘ, মৌলাটিকর’-এর উদ্যোগে ২ দিনব্যাপী ৮ম তাফসীরুল ক্বোরআন মাহফিল-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাতল বাজার সংলগ্ন মাঠে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে।
এতে বয়ান পেশ করবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এছাড়া থাকবেন- মাওলানা আব্দুল মতিন চৌধুরী,শাহবাগী ও হাফিজ মীর্জা মুহাম্মদ ইয়াসীন আরাফাত, ঢাকা।
উক্ত তাফসীরুল ক্বোরআন মাহফিলে সর্বসাধারণের দোয়া , সহযোগিতা এবং বেশি বেশি প্রচার আশা করেন এলাকাবাসী এবং প্রোজ্জলের সদস্যরা। আপনাদের শেয়ার এবং সার্বিক সহযোগিতাই পারে উক্ত মাহফিলকে সফল করতে। মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন- প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘের নেতৃবৃন্দ।
Related News

ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিকRead More

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More