Main Menu

সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরঃ চলছে ৩য় দিনের লকডাউন

৭ দিনব্যাপী কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই)। লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল রত অবস্থায় দেখা গেছে তাদের।

সিলেটের প্রবেশদ্ধার দক্ষিণ সুরমা, বিমানবন্দর সড়ক, তেমুখী বাইপাস, শাহপরাণ পয়েন্টসহ বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে জরিমানা করার পাশাপাশি সদুত্তর না পেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাসা-বাড়িতে ফিরিয়ে দিচ্ছে। এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাসির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।

সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক কঠোর লকডাউনের নির্দেশনা জারি করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয় নির্দেশনায়। বন্ধ রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস। ৭ জুলাই পর্যন্ত চলবে কঠোর লকডাউন।

জানা আছে, কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সিলেটের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। চলমান লকডাউন অমান্য করে প্রথম দিন অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে সিলেট মহানগরীসহ ১৩টি উপজেলায় ৩৩টি মোবাইল টিম অভিযান পরিচালনা করেছে। এদিকে শুক্রবার লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় এসএমপি পুলিশ বিভিন্ন যানবাহনকে ৯৪টি মামলা এবং ১১৬টি যানবাহন আটক করে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি, অন্যান্য যানবাহন ৬টি রয়েছে।এছাড়া আটকের মধ্যে সিএনজি অটোরিকশা ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেটকার ৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি রয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৮৭ টি মামলা এবং এ সময় ২ লাখ ২৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টহল পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে। সেই সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মাঠে কাজ করে যাচ্ছে একাধিক টিম। কেউ লকডাউন না মেনে বাহির হলে তার বিরুদ্ধে নেয়া হচ্ছে জরিমানার পাশাপাশি আইনী ব্যবস্থা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *