মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধদের বিদেশ নেয়ার কোনো পরিকল্পনা নেই : পরিচালক

সাংবাদিকদের সাথে কথা বলছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো: নাসির উদ্দিন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধদের মধ্যে আপাতত কাউকেই দেশের বাইরে নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো: নাসির উদ্দিন।
তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল আরো কয়েকদিন এসব রোগীদের পর্যবেক্ষণ করবেন।
আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ডা. মো: নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দলের সাথে তাদের চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে। এক্সপার্টদের সাথে প্রতিটি রোগীর বিষয়ে আলাদা আলাদাভাবে পর্যালোচনা হয়েছে। তারাও গুরুত্বপূর্ণ ডিসিশন দিয়েছে।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে আসা এক বিশেষজ্ঞ কনসালট্যান্টের সাথে পরামর্শ করে আমরা দগ্ধ শিশুদের শারীরিক অবস্থা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি- ক্রিটিক্যাল, সিভিয়ার ও ইন্টারমিডিয়েট। দগ্ধদের মধ্যে ক্রিটিকাল ক্যাটাগরিতে আটজনকে, ১৩ জনকে সিবিআর, আর ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ধরা হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় এসব রোগীদের অবস্থার পরিবর্তন হয়। এজন্য আমরা ১২ ঘণ্টা অন্তর অন্তর মিটিংয়ে বসব। সেই ডিসিশন অনুযায়ী তাদের চিকিৎসা চলবে।
তিনি আশ্বস্ত করে বলেন, চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই এবং আপাতত রক্তেরও প্রয়োজন নেই। প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে ডা. নাসির উদ্দিন বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল কতদিন আমাদের দেশে থেকে চিকিৎসা দেবেন সে বিষয়ে এখনো তাদের সাথে কথা হয়নি।
Related News

আগে বেসিক সংস্কার ও গণহত্যার বিচার তার পর নির্বাচন হওয়া উচিতঃ জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলেRead More

বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানRead More