সিলেটে সিভিল সার্জনে এর উদ্যোগে বিশ^ টিকাদান দিবস পালিত

টিকাদান কর্মস‚চির ম‚ল লক্ষ্য হলো রোগপ্রতিরোধের মাধ্যমে জীবন বাঁচানোর পাশাপাশি সুস্বাস্থ্যে বলীয়ান বাংলাদেশ গঠন করা। আমরা সবাই মিলে কাজ করলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে শতভাগ টিকাদানের কাভারেজের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। আমরা সারা বিশ্বের মধ্যে একটি ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগমুক্ত দেশ হিসেবে পরিচিত হব, যা বংলাদেশের মানুষের জনস্বাস্থ্য উন্নয়ন ও জীবন রক্ষায় যেমন অবদান রাখবে, তেমনি বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।
এজন্য বাংলাদেশের টিকাদানের অর্জনকে ধরে রাখতে আমরা সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ব টিকাদান দিবস উপলক্ষে সিলেট সিভিল সার্জন এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা.মো: আনিসুর রহমান একথা বলেন।
সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সিভিল সার্জন কার্যালয়ে সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা: স্বপ্নীল সৌরভ রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত । অন্যনোর মধ্য উপস্থিত ছিলেন ডা: তাসনুভা প্রধান রুমি, ডা: আনিকা তাবাসসুম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অরডিনেটর ডা. খালিদ বিন লুৎফর, ইউনিসেফ এর ন্যাশনাল ইপি আই কন্সালটেন্ট ডা: নবোজ্যোতি দেব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিমো ডা. ফজলুল কাদের চৌধুরী সহ সিলেট জেলা স্বাস্থ্য এর বিভিন্ন পর্যায়ের কর্মকতারা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউনিসেফ এর ন্যাশনাল ইপিআই কন্সালটেন্ট ডা: নবোজ্যোতি দেব । সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে সকাল ১০ ঘটিকায় একটি প্রাঞ্জল র্যালি বের হয়
Related News

সিলেটে সিভিল সার্জনে এর উদ্যোগে বিশ^ টিকাদান দিবস পালিত
টিকাদান কর্মস‚চির ম‚ল লক্ষ্য হলো রোগপ্রতিরোধের মাধ্যমে জীবন বাঁচানোর পাশাপাশি সুস্বাস্থ্যে বলীয়ান বাংলাদেশ গঠন করা।Read More

মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলার আহবান
সিন্টু রঞ্জন চন্দ: শরৎ ও বর্ষা মৌসুমে মশার উৎপাত থাকলেও এবার হেমন্তের মাঝা-মাঝিতেই সিলেট নগরীতেRead More