আওয়ামী জালেম সরকার ১৫ বছরে দেশকে জমিদারীত্বে পরিণত করেছিল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী জালেম সরকার ১৫ বছরে দেশকে জমিদারীত্বে পরিণত করেছিল। কিন্তু মহান আল্লাহ তা’আলা এই জালেমদেরকে শায়েস্তা করেছেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে। তারা দল বলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে এর নজির নেই। তিনি বলেন, সাড়ে ১৫ বছর জালেমরা ভয়ংকর জুলুম করেছে এদেশের মানুষের উপর। শত শত আলেমকে হত্যা করেছে। হত্যা করেছে জামায়াতের শীর্ষ নেতাদেরকে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে ১৪ শ মানুষকে হত্যা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুম করেছে। দেশে তারা লুটতরাজ ও রাহাজানি কায়েম করেছিল। শুধু তাই নয় ২৮ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ তারা দেশের বাহিরে পাচার করেছে। এগুলো কি তাদের বাপের সম্পদ। ডাকাতরাও যা করেনা তার চেয়ে অনেক অনেক বেশি করেছে তারা। তিনি আরো বলেন সময় এসেছে এদেশে ইসলামের রাজ কায়েম করে একটি কল্যাণরাষ্ট্র গঠনের। আসুন সকল ভেদাভেদ ভুলে আল্লাহর জমিনে আল্লার দ্বীন কায়েমের সর্বোচ্চ চেষ্টা করি।
বুধবার ( ১৯ মার্চ) সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট রোড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জামায়াত আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন জামায়াতের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে সহ-সভাপতি ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সরকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা জামায়াতে আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামান, নায়েবে আমীর ও সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা, সহকারি সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, টুকের বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি সিদ্দিকুর রহমান, খাদিমনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন ইমরান, ৫ নং ওয়ার্ড সভাপতি বাবলু চৌধুরী, এনাম আহমদ প্রমুখ।
Related News

মরহুম জিল্লুল হক স্মারক গ্রন্থ শূণ্যতায় শোকাশ্রুর মোড়ক উন্মোচন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন,Read More

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বৃহস্পতিবার
রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানRead More