কান্দিগাঁও ইউনিয়নের ঘোপালে ঈদে মিলাদুন্নবীর র্যালী অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল লতিফিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ও ঘোপাল, কান্দিগাও, ভাগাড়পার ও নোয়াগাও গ্রামবাসীর সহযোগীতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) বাদ জুমআ ঘোপাল কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ থেকে মোবারক র্যালীটি বের হয়ে টুকেরবাজার হয়ে পুনরায় ঘোপাল কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।
ঘোপাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুতফুর রহমান এর সভাপতিত্বে ও কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সাবাজ আহমদ এর হাফিজ জয়নাল আবেদীন এর যৌথ পরিচালনায় র্যালিতে অংশ গ্রহণ করেন ও বক্তব্য রাখেন ঘোপাল কেন্দ্রীয় মসজিদের মোতাওয়াল্লী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুর রহমান, মাস্টার আবদুল বাতিন, ঘোপাল গ্রামের বিশিষ্ট মুরব্বী কন্ট্রাক্টর মো. আব্দুল কাদির, ঘোপাল গোদারাঘাট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ছালিকুর রহমান, ঘোপাল পশ্চিম জামে মসজিদের মোতাওয়াল্লী নজরুল মোস্তাক চৌধুরী, লতিফিয়া স্মৃতি সংসদের সভাপতি সালাম বিন রশীদ, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, হাজী তজমুল আলী, হযরত মাওলানা আব্দুল খালিক জিহাদী,আব্দুল আহাদ জিহাদি, নুর উদ্দিন , বাবুল হুসেন,আব্দুল জলিল, এমরান আহমদ, সুহেল আহমদ, জালাল আহমদ আবির, ওলিউর রহমান চৌ, সাইদুর রহমান চৌধুরী, ডা মুন্তাজ মনি, লাল মিয়া, হাফিজ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক লতিফিয়া স্মৃতি সংসদের সুমন আহমদ, প্রচার সম্পাদক হাফিজ এখলাছুর রহমান, ইউনুস আলী, রিয়াসদ আলী, আব্দুস সত্তার, আব্দুস সালাম, সয়ফুল, কালাম, দুদু, শামীম, মিলাদ, রেদোয়ান, মোমিন আহমদ, রুসন, সাদিক প্রমুখ।
Related News
এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধানRead More
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More

