সিলেটে বিকেল ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না
সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান আগামীকাল রোববার থেকে নতুন নিয়মে খোলা থাকবে। এসকল দোকান বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে ৫টার পর। সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম আজ শনিবার এ আদেশ জারী করেছেন। শনিবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। রোববার থেকে এটি কার্যকর হবে। তবে দোকান সকাল কয়টা থেকে খোলা যাবে এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।
Related News
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সিলেটে ধান চাষের উপকরণ বিতরণ
নতুন ০৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগারRead More
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ সিলেট পাইওনিয়ারের অংশগ্রহন
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নেতৃবৃন্দের অংশগ্রহন করেছেন। শনিবারRead More

