সিলেটে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব: সুষম উন্নয়নের স্বার্থে সঠিক জরিপ ও তথ্য প্রদানের বিকল্প নেই
পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগম করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে জনগণের ভুল তথ্য প্রদান কিংবা তথ্য আড়াল করার প্রবণতা রয়েছে। এ কারণে যে উদ্দেশ্যে এ ধরণের ম্যাপিং বা জরিপগুলো করা হয় তা পুরোপুরি ফলপ্রসূ হয় না। তাই দেশের স্বার্থে সবারই উচিত সবসময় সঠিক তথ্য প্রদান করা। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটে অনুষ্ঠিত Dissemination Program on Poverty Map of Bangladesh 2022 এ প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এসব কথা বলেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ উদ্যোগে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতার এবং বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্মপরিচালক মো. ফিরোজ ইবনে ইউসুফ। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বিষয় তুলে ধরেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা (উপপরিচালক) মহিউদ্দিন আহমেদ এমপিএইচ। এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ অনুযায়ী ম্যাপিং এর মাধ্যমে সিলেট বিভাগের জেলা এবং উপজেলা ভিত্তিক দারিদ্র্যের হার উপস্থাপন করা হয়। এরপর মূল বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দারিদ্র্য দূরীকরণে যথাযথ জরিপ এবং বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করার ব্যাপারে আলোকপাত করেন। তারা বলেন, নির্দিষ্ট কোন জনগোষ্ঠী নয় বরং ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকল জনগোষ্ঠীর কথা ভাবতে হবে। রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি বজায় রেখে সারা দেশে দারিদ্র্যের হার কমিয়ে জনগণের জীবনমান উন্নয়ন করা তথা রাষ্ট্রের উন্নয়ন করা। এ লক্ষ্যে সুষম ও বিজ্ঞানভিত্তিক জরিপের উপর গুরুত্বারোপ করা হয়।
Related News
সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে, ড. তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটিRead More
সিলেটে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব: সুষম উন্নয়নের স্বার্থে সঠিক জরিপ ও তথ্য প্রদানের বিকল্প নেই
পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগমRead More