সিলেট লায়ন্স ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতp
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুন্নেছা শেলী’র সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিডিজি লাইন আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান লায়ন ফারুক আহমদ এসজেএফ, সাবেক চেয়ারম্যান লায়ন হারুন উর রশিদ দিপু এমজেএফ, প্রজেক্ট চেয়ারম্যান লায়ন সামসুল আলম সাজু, সুভাষ চক্রবর্তী লায়ন নাজনিন হোসেন সাবেক সেক্রেটারি লায়ন সাজুওয়ান আহমদ, কার্যকরী সদস্য লায়ন ডা. সৈয়দ আহমদ খসরু, অর্থ সম্পাদক মুহিতুর রহমান, সদস্য লায়ন সামুন আহমদ, লায়ন কাজী মুকিত সুমন, লায়ন পিন্টু চক্রবর্তী, লায়ন গৌতম বণিক, লায়ন হিমেল কর্মকার, লায়ন অ্যাডভোকেট গংগেস দাস, লায়ন মাসুম আহমদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন সুজ্জাদুর রহমান প্রমুখ।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাস। পাশাপাশি সিয়াম সাধনার মাধ্যমে অনাহারে থেকে সমাজের গরীব ও অসহায় মানুষের কষ্ট বুঝতে পারা যায়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সাধ্যমতো গরীব ও অসহায় মানুষের কাজ করা উচিত। আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় দারিদ্রতা দূরীভূত হয়ে বাংলাদেশ একটি সুখী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি
Related News
এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধানRead More
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More

