Main Menu

আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সেলাইমেশিন বিতরণ

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হলো দারিদ্রমুক্ত সমাজ। যাকাতের সঠিক ব্যবহার হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, দারিদ্র দূর হবে। ধনী ও গরীবের বৈষম্য থাকবেনা। আঞ্জুমানে খেদমতে কুরআন দ্বীনি দায়িত্ব ও আর্তমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রেও আনজুমানের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
তিনি মঙ্গলবার বিকেলে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সেলাইমশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আনজুমানের জনকল্যাণ তহবিল থেকে ৩০টি সেলাইমেশিন বিতরণ করা হয়।
আঞ্জুমানের সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা একরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য আঞ্জুমানের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন।উপস্থিত ছিলেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, আঞ্জুমান সদস্য মাওলানা আব্দুল মুকিত ও সহকারী সেক্রেটারী ড. মাওলানা এএইচ সোলায়মান প্রমূখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *