Main Menu

বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!

আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকে ঢেলে সাজাতে একাধিক নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করতে পারে বিসিবি।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে বিপিএলের টাইটেল স্পন্সর ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জনাব নাজমুল আবেদিন ফাহিম।

প্রশ্নোত্তর পর্বে দর্শকদের জন্য গ্যালারিতে খাবারের মূল্য নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে ফাহিম বলেন, ‘মাঠে একজন দর্শককে যেন কোনরকম বিপাকে না পড়তে হয়। খাবারের অনুযায়ী দাম থাকবে। এমনকি পানি আমরা ফ্রি’তেও ব্যবস্থা করতে পারি। মানুষ যেন পরিবার নিয়ে মাঠে এসে খুব উচ্ছ্বাসের সাথে খেলা উপভোগ করতে পারে। এবং তারা যেন এমন সব কিছু দেখে যাতে করে পরেরদিনও মাঠে আসতে আগ্রহ পায়।’

তিনি বলেন, ‘টিভিতেও যারা খেলা দেখবে তারা যেন ভালো কিছু দেখতে পারে চেষ্টা করা হচ্ছে। আমি বলছি না এক আসরেই টুর্নামেন্ট ওয়ার্ল্ডক্লাস হয়ে যাবে। কিন্তু আগের আসরের চেয়ে ভালো হবে। সামনের বছরগুলোতে আরও ভালো হবে বিপিএলের মান। এবারের বিপিএলে ই-টিকিটের প্রাধান্য থাকবে বেশি, ৮০-৮৫ শতাংশ।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *