Main Menu

সিলেট সদর উপজেলায় মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে সিলেট সদর উপজেলায় মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝৈনকারকান্দি গ্রামে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজ রাজ বর্মন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাউস চেয়ারম্যান মোছা. হাসিনা আক্তার, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর, ১নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ আলী, ঝৈনকারকান্দি মৎস্যজীবী সমিতির সদস্য ইমরান গাজী, চাতিল মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াতির আলী। উপস্থিত ছিলেন ঝৈনকারকান্দি মৎস্যজীবী সমিতির সভাপতি মো. ইনু মিয়া, সাধারণ সম্পাদক মো. হাসান আলী, চাতিল মৎস্যজীবী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি দিলোয়ার হোসেনসহ মৎস্যজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *