জালালাবাদ গ্যাস এমপ্লীয়জ ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাস শুরু হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের স্মরণে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত), রেজি নং-চট্ট-২৫২০(সিবিএ)-এর উদ্যোগে শোকবহ আগষ্ট মাসের ১ম দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। (১ আগষ্ট) সোমবার সিলেট নগরীর মেন্দিবাগস্থ গ্যাস ভবনে সংগঠনের কার্যালয়ে দুপুর ১টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন, রেজি নং-চট্ট-২৫২০ (সিবিএ) এর সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র টেকঃ-কাম-সুপারভাইজার ফকির মাহবুব মোর্শেদ এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ শাহনোয়াজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ জবারক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জুনিয়র টেকনিশিয়ান মোঃ কোরবান আলী।
সভায় ১৫ আগষ্ট কাল রাত্রিতে ঘাতকের হাতে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতাও দোয়া করা হয়। উক্ত সভায় সম্পূর্ণ আগষ্ট মাসজুড়ে দলীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে কর্মচারিগণের জীবন যাপনের ব্যয়ভার বহন করা কষ্ঠ সাধ্য হয়ে পড়েছে বিধায় কর্মচারিগণের প্রান্তিক সুবিধাদি বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র টেকনিশিয়ান মো. মফিজ উদ্দিন, উঃ-টেক কাম সুপার মো. আমির হোসেন, মো. ওসমান গণি, মো. খালিদুজ্জামান, মো. তাজুল ইসলাম বাবুল, উর্ধ্বতন গাড়ী চালক মো. আকবর আলী, মো. রাজিউর রহমান, কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেন, আব্দুল কাদির, অফিস সহকারি খন্দকার খাইরুল ইসলাম, সার্ভেয়ার, মো. ইসলাম উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More