কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষ্যে সিলেটে পরিচিতি সভা
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ উপলক্ষ্যে মো. শাহ্ জালাল বাচ্চুর নেতৃত্বাধীন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীরা সিলেট বিভাগের সকল ভোটারদের সাথে পরিচিতি, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি, উসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল প্রধান মো. শাহ্ জালাল বাচ্চু, কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি সমির কান্তি শিকদার, রংপুর জেলা সভাপতি আব্দুল কাদের, রাজশাহীর জেলা সভাপতি আতাউর রহমান, খুলনা জেলা সভাপতি এসএম কবির উদ্দিন বাবলু, ঢাকা জেলা সভাপতি আনোয়ার হোসেন মৃধা, সৈয়দ হাসান নুর ইসলাম, মৌলভীভাজার জেলা সভাপতি ইমদাদুল হক মছনু, জাকির হোসেন রনি প্রমুখ।
পরিচিতি সভায় সিলেটের সর্বস্তরের ভোটারবৃন্দ ও মো. শাহ্ জালাল বাচ্চু নেতৃত্বাধীন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি, ময়নুল হক চৌধুরী বলেন, ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়, স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে দায়িত্বশীল ও সুনামের সাথে মো. শাহ্ জালাল বাচ্চু নেতৃত্বাধীন প্যানেল কাজ করবে। ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে উক্ত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নির্বাচন ২০২১-২০২৩ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ইত্তেফাক যে স্বাতন্ত্র বোধ নিয়ে যাত্রা শুরু করেছিল আজো সেই ধারা অব্যহত রয়েছে’
ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্টান অনুষ্টিত হয়Read More
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মত বিনিময় সভা
ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করিমRead More

