এক সপ্তাহের মধ্যেই ইভিএম জটিলতার কারণ বের করবে ইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ধীরগতির কারণ আগামী এক সপ্তাহের মধ্যেই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
সোমবার রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের টেকনিক্যাল কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতি ছিল। এতে ভোট কম পড়ছে। ষষ্ঠ ধাপে ৫৫ শতাংশের মতো ভোট পড়েছে।
সচিব বলেন, মাঠ পর্যায়ের যে তথ্য পেয়েছি, তাতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।
ব্যালট পেপারে ভোট বেশি পড়লেও ইভিএমে কম পড়ার কারণ কী এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচ করে না। এতে ভোট দিতে অসুবিধা হয়, ধীর গতি হয়। আমরা নির্বাচনে আগে মক ভোট নিই। প্রত্যাশা থাকে ভোটাররা আসবেন। কিন্তু তারা অনেকে আসেন না। তাই ভোটের দিন কেন্দ্রে যখন তারা আসেন, তখন তাদের পুরো বিষয়টি বোঝাতে সময় লেগে যায়।
ভোটাররা যাতে অপেক্ষা করেন, ফেরত না যান সে জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠ পর্যায় মতামত চেয়েছি। এছাড়া ট্যাকনিক্যাল কমিটির সঙ্গে এক সপ্তাহের মধ্যেই বৈঠকে বসব। কীভাবে ইভিএমে ভোটগ্রহণের গতি বাড়ানো যায়, ভোট পড়ার হার বাড়ানো যায়, তা নিয়ে বসব।
Related News
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More
অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপরRead More

