খাদিমপাড়া ইউনিয়নে সূচনা উপকার ভোগীদের মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ প্রদান

সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের দেওয়ানের চক গ্রামের সূচনা প্রকল্পের ২০ জন নারী উপকার ভোগীদের উপজেলা মৎস্য অধিদপ্তর কতৃর্ক গুলশা, পাবদা, টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সোমবার (২২ নভেম্বর ) সকাল ১১টায় কিভাবে এই মিশ্র চাষ করা ও পুকুর প্রস্তুত করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তর এর বিভাগীয় পরিচালক ড. মোতালিব হোসেন বলেন, আমরা সকলে যদি সারা বছর মাছ চাষ করি ও মাছ খাই তাহলে আমাদের আমিষের ঘাটতি আর হবেনা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর ও ভূমিকা খুবই গুরুত্বপূর্ন। আমরা কেহ যেন মলা মাছের মাথা ফেলে নাদিই, কারণ মলা মাছের মাথায় প্রচুর পরিমান ভিাটামিন এ থাকে। আর ভিটামিন এ আমাদের রাত কানা রোগ হতে প্রতিকার করে। তিনি আরও বলেন সূচনা প্রকল্প যে এত প্রতন্ত এলাকায় কাজ করে, এছাড়া সূচনা যে নারীদের মৎস্য চাষের জন্য উপযুক্ত করেছে ও ছোট ছোট পুকুর গুলোতে মাছ চাষের আওতায় এনেছে তার জন্য সূচনা প্রকল্পকে ধন্যবাদ। সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আযাদ বলেন আজকে যারা প্রশিক্ষণ এ অংশগ্রহন করেছেন সবাই খুবই দক্ষ এবং সবাই যে মাছ চাষ করে লাভবান হয়েছে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। নারীরাও মাছ চাষে সফল হচ্ছ এটা দেশ ও জাতির জন্য সুপ্রাপ্তি। সিলেট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন বলেন মাছ চাষকরে স্বাবলম্ভি হওয়া ও পুষ্টির চাহিদা পূরন করা যায় । তিনি আরও বলেন নারীরা যে মাছ চাষের সাথে যুক্ত হয়েছে এ অবদান শুধু সূচনা প্রকল্প এর মাধ্যমে সম্ভব হয়েছে । প্রশিক্ষণে আর উপস্থিত ছিলেন খামার ব্যবস্থাপক স্বপন কুমার, ওয়ার্ল্ড ফিস এর এফডিও মোঃ আবদুল হামিদ, এফআই ভিডিবি উপজেলা সমন্বয়কারী মোঃ ছাদিকুর রহমান, ইউনিয়ন সমন্বয়কারী মোঃ মহিববুল্যাহ অন্যান্যরা।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More