মরহুম এড. লুৎফুর রহমানের স্মরণে জেলা পরিষদের খতমে কোরআন ও দোয়া মাহফিল

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী মরহুম এডভোকেট লুৎফুর রহমানের স্মরণে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ৭দিন ব্যাপী কর্মসূচীর শেষ দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে খতমে কোরআন, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের প্রেস ইমাম মো: শাহ আলম।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামীম আহমদ, মো: জয়নাল আবেদীন, আমাতুজ জাহুরা রওশন জেবীন, সদস্য সুষমা সুলতানা রুহি, মো: মতিউর রহমান, সাজনা সুলতানা হক চৌধুরী, তামান্না আক্তার হেনা, মোহাম্মদ শাহানুর, মো: আব্দুল আউয়াল কয়েছ, মো: ইমাম উদ্দিন চৌধুরী, মো: শাহ পরান, লোকন মিয়া, মো: আশিক মিয়া, সহল আল রাজী চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, মো: নজরুল হোসেন, মো: আলবাছ উদ্দিন সহ জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More