সিলেটে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে
সিলেট বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় ৭৭২ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে মাত্র ১২৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। একই সময় সুস্থ হয়েছে ৩১৬ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। চিকিৎসাধীন রয়েছে ৫৮৩ জন।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য বিবরণী থেকে যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১৬ দশমিক ৪৫ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ, সুনামগঞ্জে ১০ দশমিক ৯৯ শতাংশ, হবিগঞ্জে ২৪ দশমিক ১৯ শতাংশ এবং মৌলভীবাজারে ২৩ দশমিক ৫৩ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ১২৭ জনের মধ্যে ৬৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩৬ জন।
এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৩২৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৮১ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৮০ জন রয়েছেন।
একই সময়ে সিলেটে ৩১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২১৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৬ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪২ হাজার ৯০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮৯৩ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭০৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৫৬ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৪৮ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৬ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৫৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন মারা গেছেন।
এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের সকলেই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে ৫৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৫১৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন আছেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More