সিলেটে করোনায় আরও ২ জনের প্রাণহানী

সিলেট বিভাগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৯৪ জন। যার মধ্যে ৫৪ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৮ জন। মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের ৪ টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৪ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ১৪ জন, মৌলভীবাজার জেলার ৭ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১৭ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪১৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ০৭৩ জন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭১৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৩৪ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ২৮৯ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৮ জন। এরমধ্যে সিলেটে জেলার ১২৩, মৌলভীবাজার জেলার আরও ১৫ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ২৫৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলার ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জ জেলার ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৪৩ জন, সুনামগঞ্জ জেলায় ৪ জন, হবিগঞ্জ জেলায় ১৩ জন, মৌলভীবাজার জেলায় ৮ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৬৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।
Related News

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠানRead More